You have reached your daily news limit

Please log in to continue


ন্যাশভিলের বিস্ফোরণে প্রথম সারির উদ্ধার তৎপরতায় প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ

বড়দিনের সকালে, ছুটির দিনে, টেনেসি রাজ্যের ন্যাশভিলে যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়, তাকে 'উদ্দেশমূলক' বলে চিহ্নিত করা হয়েছেI বোমাটি বিস্ফোরিত হওয়ার আগে, গাড়ি থেকে এ ব্যাপারে একটি মেসেজ আসেI অনেকটা জনমানবহীন ছুটির দিনে, গাড়িতে বিস্ফোরণ ঘটলেও, পুলিশ কর্তৃপক্ষ বোমা স্কয়াড তলব করেন এবং নিকটবর্তী ভবনগুলিতে কেউ থাকলে তাদের সরিয়ে নেয়া হয়I পুলিশ দপ্তরের মুখপাত্র জানান, বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়I তবে সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান, জন ড্রেইক বলেন, ঘটনাস্থলে তারা কিছু টিস্যু'র আলামত পেয়েছেন, যা মানুষের দেহাবশেষ হতে পারেI এটি&টি সংস্থা জানায়, তাদের পরিষেবা কিছুটা বিঘ্নিত হয়েছে, যার কারণে 911 পরিষেবাও কাজ করেনিI টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায়, ন্যাশভিল বিমান বন্দরের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়I
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন