জাতীয় দলের খেলোয়াড় বাছাইপ্রক্রিয়া সহজ করতে চান বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। মাঠে বসে খেলার দেখে যেটা বোঝা যায় তা দূর থেকে বোঝা যায় না। তাই কোচ নিজে দেখে খেলোয়াড় বাছাই করবেন। কিন্তু বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে কখনোই নিজে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড় বাছাই করতে পারেননি। বিদেশে বসে ফোনে ফোনে কথা বলেছেন ঢাকায়। কখনো ভিডিও কলে খেলা দেখেছেন। জুমে খেলা দেখেছেন। এমনও হয়েছে আগের তালিকা ধরে জতীয় দলের ক্যাম্প ডেকেছেন জেমি। কিন্তু এভাবে আর চলতে পারে না। এটা নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন কখনো মুখ খোলেননি। এবার বেজায় চটেছেন জেমির ওপর। বৃহস্পতিবার বাফুফের সভা শেষে কাজী সালাহউদ্দিন মুখ খুললেন। ভিডিও কলে কিংবা জুমে খেলা দেখে খেলোয়াড় বাছাই করারটা তিনি সমর্থন করেন না। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না।’
গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও সালাহউদ্দিনের কথাটা আবারও বললেন, ‘সভাপতি সাহেব বলেছেন ভিডিও কলে খেলা দেখে খেলোয়াড়দের পারফরম্যান্স বোঝা কঠিন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.