বিশ্বের সবাই যেন করোনার টিকা পায়: পোপ
বিশ্বের সব অঞ্চলের মানুষের জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
আজ শুক্রবার প্রথমবারের মতো অনলাইনে দেওয়া বড়দিনের বক্তব্যে তিনি করোনার চিকিৎসায় কোনো ধরণের ‘দেয়াল’ তোলার বিরুদ্ধে সবাইকে সতর্ক করেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে ঈশ্বরপুত্র রাজনৈতিক ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দের ভেতরে আন্তর্জাতিক সহযোগিতার চেতনা আবার জাগিয়ে তুলুন। যেন সবার জন্য ভ্যাকসিন ও চিকিত্সা নিশ্চিত করা যায়।’
‘এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, যার সীমানা নেই। আমরা কোনো দেয়াল তুলতে পারি না। প্রত্যেকে আমরা একই নৌকায় বসে আছি’, বলেন পোপ।