জলবায়ু জনিত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। এই ঝুঁকি মোকাবিলায় নানা পদক্ষেপের ক্থা বলা হলেও সেটি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। পাশাপাশি দিন দিন উজাড় হচ্ছে জলবায়ু সহায়ক সবুজ বেষ্টনী। জলবায়ু তহবিলের প্রকল্পগুলোতেও চলছে অর্থের তছরুপ। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু নীতিমালা, অদক্ষতা, প্রতিষ্ঠানিক দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতির কারণে এমন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের নানা কারণ ও এ খাতের অনিয়ম -দুর্নীতি নিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদক শাহেদ শফিকের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দশম পর্ব।
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে রক্ষার জন্য সৃজনকৃত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানসহ নোয়াখালী উপকূলীয় বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সিংহভাগই বন্দোবস্ত দেওয়া হয়েছে। বনবিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন সময়ে জেলা প্রশাসক ও উপজেলা ভূমি অফিসের অসাধু কর্মকর্তারা স্থানীয় প্রভাবশালীদের মধ্যে অর্থের বিনিময়ে কাজটি করেছেন। এতে সরকারি কোনও নিয়ম ও নীতিমালার তোয়াক্কা করা হয়নি। ফলে বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরা নির্বিচারে বনের গাছ কেটে বসতি নির্মাণসহ চাষাবাদ করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.