করোনায় ভারতের চা শিল্পে ধসের আশঙ্কা

সময় টিভি ভারত প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ২১:০৬

শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এবার অন্তত ৭০ শতাংশের বেশি ছোঁয়াছে হয়ে ছড়াচ্ছে এই প্রাণঘাতি ভাইরাস। তার প্রভাব পড়তে শুরু হয়েছে গোটা দুনিয়ায়। বন্ধ হতে শুরু করেছে একের পর এক সীমান্ত। এরই মধ্যে সৌদি আরব, ব্রিটেনসহ বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো বিমান যোগাযোগ বন্ধ করেছে।

এরই প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ভারতের চা শিল্পে। প্রথম দফায় ধুঁকতে থাকা বিশ্বের অর্থনীতির মন্দার প্রভাবও এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটির এ খাত।

যদিও ভারত চা উৎপাদন ও রফতানিতে বিশ্বের দ্বিতীয়। তবুও উৎপাদন আর বিক্রয়ে ভাটা পড়লে এ খাত সংশ্লিষ্ট শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে। অন্যদিকে আন্তর্জাতিক চা বাণিজ্যের ১২ দশমিক ৬ শতাংশ জোগান দেয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও