You have reached your daily news limit

Please log in to continue


বড়দিনের আনন্দে মজে বলিউড, উদযাপনে ব্যস্ত তারকারা

ভুলতে চাওয়া বছরের শেষটা আনন্দে কাটিয়ে দিতে চাইছেন বলি সেলেবরা। তার উপর আবার উইকএন্ড আর ক্রিসমাস মিলেমিশে একাকার। এ রকম একটা সময়ে হইহুল্লোড় না করলে চলে নাকি! শুক্রবার দুপুরে পুত্র তৈমুর এবং স্বামী সইফ আলি খানকে নিয়ে কপূর বাড়িতে এসে হাজির হলেন করিনা কপূর খান। উদ্দেশ্য, প্রতি বছরের মতো পারিবারিক রীতি মেনে বড়দিনের মধ্যাহ্নভোজ। এই নিয়ম চালু করেছিলেন শশী কপূর এবং তাঁর স্ত্রী জেনিফার কেন্ডেল। তাঁরা চলে যাওয়ার পর দুই পুত্র কুণাল ও কর্ণ আজও সেই ধারা বজায় রেখেছেন। উপলক্ষ বড়দিন হলেও তিন জনেই বেছে নিয়েছিলেন সাবেক ভারতীয় সাজ। করিনাকে দেখা গেল গাঢ় সবুজ সালোয়ারে। সইফ এবং তৈমুর দু’জনেই পরেছিলেন সাদা রঙের পাজামা পাঞ্জাবি। আলিয়া-রণবীরকেও জুটি বেঁধে আসতে দেখা যায় পরিবারের সঙ্গে উৎসবে সামিল হতে। বড়দিনের দুপুর পরিবারের সঙ্গে কাটালেও, আগের দিন রাতে চুটিয়ে পার্টি করেছেন করিনা। দিদি করিশ্মা, স্বামী সইফ ছাড়াও আসর জমাতে এসে উপস্থিত হয়েছিলেন সোহা আলি খান, কুণাল খেমু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন