‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহানন্দপুর-মাহমুদনগর সড়কের পাশে বারখুটিয়া এলাকায় ওই সাইনবোর্ডটি টাঙানো।
এ ঘটনায় স্থানীয় কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন জমির ক্রয়সূত্রে মালিকপক্ষ। বিষয়টি মীমাংসায় শিগগিরই একটি সালিসের আয়োজন করার কথা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁকড়াজান মৌজার ২৬২৯ নম্বর দাগে বারখুটিয়া নামে এলাকায় জমিটির অবস্থান। সাপিয়াচালা গ্রামের আবদুল লতিফ বংশপরম্পরায় ওই জমি ভোগদখল করছিলেন। প্রায় ১০ বছর আগে স্থানীয় খলিলুর রহমান নামের এক ব্যক্তি আড়াই লাখ টাকায় জমি বন্ধক নেন। খলিলুর বর্তমানে বিদেশে আছেন।