মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই: অব্যাহতি চান গোপালগঞ্জের ৮ জন

বিডি নিউজ ২৪ গোপালগঞ্জ সদর প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:২৮

মুক্তিযোদ্ধাদের নতুন যাচাই-বছাই থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধার তালিকায় থাকা গোপালগঞ্জের আটজন। শুক্রবার সকালে সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আটজনের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী টুটুল।

আগামী ৯ জানুয়ারি নতুন করে আবার যাচাই-বছাই বোর্ডে হাজির হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উপজেলার আট জনকে ডেকেছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন, তাদের তালিকা আগামী ৯ জানুয়ারি যাচাই-বাছাই করবে সরকার।

তবে কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণকে অন্তর্ভুক্ত থাকলে, তিনি যাচাই-বাছাই এর আওতাবর্হিভূত থাকবেন বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও