২০ জনের ১০ জনই অন্য রোগ আক্রান্ত ছিলেন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন, আর নারী ছয় জন। এই ২০ জনের মধ্যে ১০ জনই আগে থেকে অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২০ জনের মধ্যে ছয় জন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তিন জন আক্রান্ত ছিলেন উচ্চরক্তচাপ বা হাইপারটেনশনে। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ—দুটোতেই আক্রান্ত ছিলেন চার জন। কিডনি রোগে আক্রান্ত ছিলেন ছয় জন আর হার্টের রোগী ছিলেন চার জন। অন্যান্য রোগে আরও দুই জন আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে নিয়মিতভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলা হয়, যারা আগে থেকে দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত তারাসহ বয়োজ্যেষ্ঠরা করোনায় আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি হোন।