You have reached your daily news limit

Please log in to continue


অরুণাচলে নীতীশের দলে ভাঙন, ৬ বিধায়ক বিজেপি-তে

বিহারের বিধানসভা ভোটে ‘বড় শরিক’ হয়ে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপর চাপ বাড়িয়েছিল আগেই। এ বার উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে নীতীশের দল জেডি(ইউ)-তে ভাঙন ধরাল বিজেপি। শুক্রবার অরুণাচলের ৭ জন জেডি(ইউ) বিধায়কের ৬ জনই সে রাজ্যের শাসকদল বিজেপি-তে যোগ দিয়েছেন। বিজেপি-র রাজ্য সভাপতি বিয়ুরাম ওয়াঘের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা। এঁদের মধ্যে তিন বিধায়ককে দলবিরোধী কাজের অভিযোগে এক মাস আসে সাসপেন্ড করেছিল জেডি(ইউ)। বিয়ুরাম শুক্রবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মু্খ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে অরুণাচলের উন্নয়নে সামিল হতেই বিজেপি-তে যোগ দিলেন ৬ জন জেডি(ইউ) বিধায়ক।’’ ২০১৯ সালের বিধানসভা ভোটে অরুণাচলে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। জেডি(ইউ) ৭, এনপিপি ৫, কংগ্রেস ৪ এবং নির্দল ও অন্যেরা ৪টি আসনে জিতেছিল। পরে এক নির্দল বিধায়ক বিজেপি-তে যোগ দিয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন