কাজল রিমুভার ও ত্বকের প্রাকৃতিক যত্ন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৫
প্রাচীন রোমের নারীরা মেকআপ তুলতে ব্যবহার করতেন মধু ও জলপাই তেল। আর প্রাচীন মিসরে একই কাজে ব্যবহার হতো মধু। কখনোবা মধুর সঙ্গে ব্যবহার হতো নারকেল তেল। আর এখন? মুখোশের আড়ালে ঢাকা পড়া মুখেও যে মেকআপ করছি না, তা নয়। তাই মেকআপ তোলারও প্রয়োজন পড়ছে। এ কাজে এই যুগে যেমন ব্যবহার করা হয় প্রাকৃতিক বিভিন্ন উপাদান, তেমনি বাজারে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ রিমুভার।