দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে জুমআর দিনের বিশেষ আমল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১০:৫১
দাজ্জাল, দুনিয়াতে সেরা এক ফেতনার নাম। এ ফেতনা হবে ভয়াবহ ও মারাত্মক। মুমিন মুসলমান মাত্রই এ ফেতনাকে ভয় করে। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় এ ফেতনা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চেয়েছেন। জুমআর দিনের একটি বিশেষ আমলেই দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কী সেই আমল?
জুমআর দিনের একটি বিশেষ আমলেই দাজ্জালর আক্রমণ থেকে মুক্তি পাবে মুমিন। হাদিসে একাধিক বর্ণনায় তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন বিশ্বনবি। তিনি নিজেও দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। বলেছেন বিশেষ আমলের কথা।