কুকুরের কামড়ে ১২ জন আহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরে ১৪ ঘণ্টা সময়ের মধ্যে একটি পাগলা কুকুরের কামড়ে সাত শিশুসহ ১২ জন আহত হয়েছেন। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর বাজার ও উপজেলা সদরের বিভিন্ন গ্রামে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের কামড় দিয়ে আহত করে কুকুরটি।
আহতদের মধ্যে এক শিশুর কান কামড় দিয়ে ছিড়ে ফেলায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।