![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/12/25/image-209226-1608865733.jpg)
আফসোস করবেন আমির!
বোর্ডের ওপর অতিষ্ঠ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। কিন্তু হুট করে নেওয়া সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আফসোস করবে পাকিস্তানি এই পেসার—এমনটাই মনে করছেন তার একসময়ের ‘পার্টনার অব ক্রাইম’ মোহাম্মদ আসিফ।
সম্প্রতি এক সাক্ষাত্কারে আসিফ বলেন, ‘নিষেধাজ্ঞার পর বোর্ড তার ওপর প্রচুর আস্থা ও সমর্থন জুগিয়েছে। কিন্তু বর্তমানে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু বিবেচনা করলে আমি মনে করি, ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করবে আমির। টি-২০ লিগ খেলে হয়তো দ্রুতই পরিচিতি পাওয়া যায়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট এমন এক জায়গা যেখানে শ্রেষ্ঠত্বের চূড়ায় ওঠা যায়।’