লোকসান জর্জরিত সরকারি খাতের চিনিকল টিকিয়ে রাখা কতটা যৌক্তিক
রাষ্ট্রীয়খাতে লোকসানের বোঝা কমাতে বাংলাদেশে ছয়টি সরকারি কলে চিনি উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত জানানোর পর এসব মিলের শ্রমিক সংগঠনগুলো এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।
চিনির বিপুল চাহিদার খুব সামান্য একটি অংশ মেটায় সরকারি মালিকানার চিনিকলগুলো, কিন্তু বছরের পর বছর বেশিরভাগ কারখানা লোকসান দিয়ে চলেছে।
বাংলাদেশের চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের তথ্য অনুযায়ী, বাজারের চাহিদার মাত্র চার শতাংশ পূরণ করতে পারে সরকারি খাতের চিনিকলগুলো। অথচ এর বিপরীতে কলগুলোতে লোকসানের পরিমাণ কেবল গত অর্থবছরেই ছিল ৯৭০ কোটি টাকা।
লোকসানে জর্জরিত চিনিকলগুলোতে 'সংস্কার করা হবে' এমনটা জানিয়ে সরকার সম্প্রতি ছয়টি কলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.