কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিজার কণ্ঠে ইথুন বাবুর গান

ইত্তেফাক প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৭:২৩

এদেশে নব্বই দশকে অগণিত শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গান উপহার দিয়েছেন ইথুন বাবু। তার কথা ও সুরে শিল্পী পরিচয়ে প্রতিষ্ঠা পেয়েছে অনেকেই। সৃজনশীল কাজে থেমে নেই তিনি। একের পর এক কাজ করে যাচ্ছেন। এবার জনপ্রিয় এই সুরকার-সংগীত পরিচালক প্রথম গান বাঁধলেন প্রবাসী কণ্ঠশিল্পীর জন্য। ‘একা রে একা আমি বড় একা প্রবাসে পড়ে থাকি রে, মুখে হাসি চোখে জল নিয়ে বেঁচে আছি রে, অশান্ত ঢেউ জানে শান্তি নাই মনে’।—এমন কথার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজার সঙ্গে প্রবাসী কণ্ঠশিল্পী রাজিব। ইথুন বাবু বলেন, ‘সুরের সঙ্গে আমার বসবাস। এটাই আমার নিঃশ্বাস। তাই কাজ করে যাই।

লিজা এদেশের অসাধারণ এক কণ্ঠশিল্পী। স্টুডিওতে ওর ভয়েস নিতে গিয়ে আমি মুগ্ধ। ওকে নিয়ে আরো কিছু কাজের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ইবি মিউজিকের অন্যান্য কাজগুলোও নিয়মিত চলবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও