You have reached your daily news limit

Please log in to continue


প্রতিবাদের রাজনীতি

জাতীয় ও আন্তর্জাতিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিউড সেলেব্রিটিদের অনেকেই প্রতিবাদ জানান। তবে কে কোন বিষয়ের প্রতিবাদে শামিল হচ্ছেন, তার প্রত্যক্ষ যোগ থাকে সংশ্লিষ্ট সেলেবের ইমেজ গঠনে। গত কয়েক বছরে বিজেপি সরকার-বিরোধী নীতি-প্রকল্পের কঠোর সমালোচক হয়ে উঠেছেন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, অনুভব সিংহ প্রমুখ। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত কৃষি বিলের প্রতিবাদেও মুখর এঁরা। এর সঙ্গেই পঞ্জাব ও হরিয়ানার কৃষক আন্দোলনে একযোগে পাশে এসে দাঁড়িয়েছেন পঞ্জাবের একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে অনেকেই এখন বলিউডে সুপ্রতিষ্ঠিত। দেওল পরিবার এই আন্দোলনে রাজনীতির কারণেই খানিক বিভাজিত। পঞ্জাবি শিকড়ের অস্মিতাকে সব সময়েই লালন করে এসেছেন ধর্মেন্দ্র। তিনি কৃষক আন্দোলনে তাঁর সমর্থন জানিয়েছেন। তবে তাঁর বড় ছেলে সানি দেওল বিজেপি নেতা হওয়ায় আন্দোলনের থেকে সচেতন দূরত্ব বজায় রেখেছেন। জনগণের উদ্দেশে সানির বার্তা, ‘‘এটা সরকার এবং কৃষকদের মধ্যের সমস্যা। তাঁরা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। স্বার্থান্বেষীরা যেন অযথা গোলমাল তৈরি না করে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন