উচ্চ মাধ্যমিক পিছিয়ে জুনে, বাড়তি সময়ে টেস্ট আবশ্যিক করার দাবি

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮

ফেব্রুয়ারি-মার্চ থেকে পিছিয়ে জুন। শীত-বসন্ত পেরিয়ে একেবারে বর্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন, সাড়ে তিন মাস পিছিয়ে যাওয়ায় পড়ুয়াদের একই সঙ্গে সুবিধা আর অসুবিধা দু’টিই হতে পারে বলে শিক্ষা শিবিরের ধারণা। সুবিধা হবে অনেকটা বাড়তি সময় পেয়ে যাওয়ায়। তবে অধিকাংশ পরীক্ষার্থীর অসুবিধাই বেশি হবে বলে শিক্ষক-শিক্ষিকাদের বড় অংশের আশঙ্কা। কারণ, জুনের প্রথম সপ্তাহে বর্ষা চলে আসে রাজ্যে। রাস্তাঘাট থেকে পরীক্ষা কেন্দ্র— দু’টিই বিপর্যস্ত হয়ে যেতে পারে জলে-কাদায়।

এই অবস্থায় অধিকাংশ শিক্ষকের বক্তব্য, করোনার জন্য যে-টেস্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে, বাড়তি সময় হাতে আসায় সেই বাছাই-যাচাইয়ের টেস্ট বাধ্যতামূলক করা দরকার। একই ভাবে জুনে পরীক্ষা চলাকালীন ঝড়বৃষ্টির মোকাবিলা করতে সব পরীক্ষা কেন্দ্রে যথাযথ পরিকাঠামোর বন্দোবস্ত করা হোক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও