পাকিস্তানে এক ডিমের দাম ৩০ রুপি

ইত্তেফাক পাকিস্তান প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮

পাকিস্তানে মুদ্রাস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুঁ হুঁ করে বাড়ছে। এ পরিস্থিতিতে দেশটিতে একটি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০ রুপিতে। আর আদার কেজি হয়েছে ১ হাজার রুপি।



দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শীতের কারণে সেখানে ডিমের চাহিদা বেড়ে গেছে। আর এ কারণে ডিমের দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য জিনিসপত্রেরও দাম। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আর গম ৬০ রুপিতে।

সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে, আদা বিক্রি হচ্ছে ১ হাজার রুপি কেজি দরে। দেশটিতে অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এখন তিনি হিমশিম খাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও