কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জার্মানিতে বড়দিনের প্রার্থনায় করোনার প্রভাব

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ২০:০০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করেছে জার্মান সরকার৷ বড়দিনের আগে এমন সব পদক্ষেপ প্রভাব ফেলেছ ধর্মীয় উৎসবটি উদযাপনে৷

শহরের ভবনগুলোতে নেই ক্রিসমাস ট্রির আলোকছটা৷ তীব্র ঠাণ্ডায় জমে থাকা ডিসেম্বরের এ সময়ে শপিংমলগুলোতে থাকে উপচে পড়া ভিড়৷ তবে এ বছর করোনার কারণে অতি প্রয়োজনীয় দোকাটপাট ছাড়া সব বন্ধ রাখা হয়েছে৷ ইউরোপে বড়দিনের এমন দশা অন্যান্য বছরের তুলনায় বড্ড বেমানান৷

দু'সপ্তাহ আগে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল দেশটির রাজ্যপ্রধানদের সাথে বৈঠকের পর করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ আরোপ করেন৷ বলা হয়, গীর্জা, মসজিদ বা সিনাগগে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধর্মীয় আচার পালন করতে হবে৷ আর স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রার্থনা সংগীতের উপর৷

নিষেধাজ্ঞার ফলে এ বছর আর প্রার্থনা সংগীতের আয়োজন করতে পারছে না গির্জা কর্তৃপক্ষ৷ ঐতিহাসিক আচার অনুযায়ী, বড়দিনে এ ধর্মের অনুসারীরা গির্জায় জড়ো হয়ে যিশুর উদ্দেশ্যে ও পার্থিব শান্তি কামনায় প্রার্থনা করে থাকেন৷ এ সময় সমবেতভাবে নানা ধরনের ধর্মীয় গান গাওয়ারও রেওয়াজ আছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও