চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহনে শৃঙ্খলা ফিরবে না : এনায়েত উল্যাহ
দুর্ঘটনা এবং চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি পরিবহন মালিকদের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
শ্রমিক ও মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘পরিবহনে দুর্ঘটনা এবং চাঁদাবাজি কমিটি গঠন করা হয়েছ। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরে দেখা যাচ্ছে, অনেক চালকের সঙ্গে মালিকের যোগাযোগ নেই। অনেক সময় দেখা যায়, চালক পাশে বসে আছে, চালকের সহকারী গাড়ি চালাচ্ছে। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা যাতে না হয়।’