পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো খাগড়াছড়ি প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:০৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকার শান্তি চুক্তি করেছে শান্তিতে বসবাস করার জন্য। সুতরাং আলাপ–আলোচনার মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সমতলের মতো পাহাড়ের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘শান্তি চুক্তি মোতাবেক যে স্থানগুলো থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে সেই পরিত্যক্ত সেনাক্যাম্পগুলোতে চাঁদাবাজি বন্ধ রাখতে পুলিশ, আনসার, বিজিবি এমনকি র‌্যাব মোতায়েন করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও