প্রবাস জীবন মানেই সুখের অভিনয়
‘এক পরিচিত ফোন দিলে প্রায়ই বলে ভাই আমাকে বিদেশ নিয়ে যাও, দেশে আর ভালো লাগে না। আমি প্রতিবারই একই কথা বলি ব্যবসা করছেন ভালো আছেন। পারলে ব্যবসাটা আরো বড় করেন তবুও বিদেশের নাম নিয়েন না। ব্যবসা ছেড়ে বিদেশ আসা ঠিক হবে না। বিদেশ জীবন কারো জন্যই সুখকর হয় না।’
‘ভাই আমার তাচ্ছিল্য করে বলে বুঝেছি আমি বিদেশ গেলে তোদের আগে বড় লোক হইয়া যাব, এই ভয়ে নিতে চাও না। বিদেশ না নিলে না নিবি উপদেশ দেয়ার দরকার নেই। এই কথার পরিপেক্ষিতে আমার কিছুই বলার থাকে না। বলা উচিতও নয়।’