কিরগিজ-তাজিক রসায়নে শুভসূচনা শেখ রাসেলের
নিজাম পাকির আলীর জন্য সন্ধ্যাটা দুর্ভাগ্যেরই। শ্রীলংকান এই কোচ বাংলাদেশের ফুটবলে অতিপরিচিত মুখ হলেও বাংলাদেশ পুলিশ দলে অভিষেক হলো ফেডারেশন কাপের মাধ্যমে।
এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে নতুন ক্লাবে অভিষেক হতে পারত আবাহনীর সাবেক এ ফুটবলারের। কিন্তু দল ভালো খেললেও তাকে মাঠ ছাড়তে হলো ১-০ গোলের পরাজয়ের তেতো স্বাদ নিয়ে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রাসেল। বক্সের মাথা থেকে কিরগিজস্তানের বখতিয়ারের নেয়া ফ্রিকিকে দারুণ ফিনিশিং তাজিক ডিফেন্ডার আসররভের। ঐ গোলের লিড ধরে রেখেই সাইফুল বারী টিটুর দল মাঠ ছাড়ে স্বস্তি নিয়ে। পাকির আলীর মাঠ ত্যাগ দাঁত কিড়মিড় আর কপাল চাপড়াতে চাপড়াতে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে