![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/24/og/161050_bangladesh_pratidin_Barisal-Drag-Photo-24_12.png)
বরিশালে গাঁজাসহ আটক ৩ জন কারাগারে
বরিশাল নগরীর বিমান বন্দর থানার উত্তর রায়পাশা হাসপাতাল রোড জামে মসজিদের সামনে থেকে ৭৮০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৮। গত বুধবার রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরন করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নগরীর চহঠা এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, নগরীর করমজা এলাকার খলিল হাওলাদারের ছেলে রাজু হাওলাদার এবং নগরীর মঙ্গলহাটা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন মিয়া।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গাঁজাসহ আটক
- কারাগারে প্রেরন