যুক্তরাষ্ট্রে ১০ দিনে ১০ লাখের বেশি মানুষকে টিকা
যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ নিয়েছেন। দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এ এক মাইলফলক। তবে এই সময়ের মধ্যে যে গতিতে মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, সেটি পূরণ হয়নি বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রে শীতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। এই ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ বছর দেশটিতে যেসব রোগে বেশি মানুষ মারা গেছেন, সেগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে যাওয়ার পথে রয়েছে করোনা।