বিমানবন্দরে শক্তিশালী বোমা উদ্ধারের মহড়া
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বোমা উদ্ধারের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিমানবন্দরের এক্সপোর্ট কার্গো অ্যাপ্রোন এরিয়ার আট নম্বর গেটের অদূরে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী।
মহড়ায় দেখানো হয়, ‘দুবাইগামী বিজি ৭৩৭ ফ্লাইটে শক্তিশালী বোমা রাখা আছে। যেকোনও সময় বিস্ফোরণ ঘটবে।’ এমন হুমকি দিয়ে সকালে প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার ও পরবর্তীতে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ তৌহিদুল আহসানের কাছে দুটি কল আসে। নাম পরিচয় জানার আগেই সংযোগ বিছিন্ন করে দেন হুমকিদাতা। শাহজালালের পরিচালক বোমা রাখার হুমকির বিষয়টি আমলে নিয়ে টেলিফোনের ব্যাপারে তৎপর হয়ে ওঠেন। বিমানবাহিনী ও সেনাবাহিনী, ডিএমপি ও এপিবিএনসহ সংশ্ষ্টি সকলকে ঘটনাটি অবহিত করা হয়।