করোনার মধ্যে ছয় মাস পেছাল পশ্চিমবঙ্গের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা
করোনা পরিস্থিতি আর বিধানসভা নির্বাচনের কারণে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল। আগামী বছরের জুন মাসে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাসূচি পরে ঘোষণা করা হবে। গতকাল বুধবার এ কথা জানান পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, কোভিডের কারণে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে ক্লাসে পড়া, মানে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন তিনি।