নতুন স্ট্রেইনের কাছাকাছি ভাইরাস দেশে আগে থেকেই আছে: বিসিএসআইআর
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কাছাকাছি ধরনের স্ট্রেইন আগে থেকেই বাংলাদেশে আছে বলে জানিয়েছেন গবেষকরা। গত নভেম্বরের শুরুতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) করোনাভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে।
গবেষকরা জানিয়েছেন, সে সময় পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের মিল রয়েছে।
বিসিএসআইআরের জীবতাত্ত্বিক গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সার্স-কোভ-২ এর নতুন যে পরিবর্তন পেয়েছিলাম, সেগুলোর একটি যুক্তরাজ্যের নতুনটির মতো।