শীতে ভারতের যে অঞ্চলে জুস হয়ে যায় ‘ইট’, ডিম ফাটাতে হয় হাতুড়ি দিয়ে! (ভিডিও)
শীতকালে ভারতের কয়েকটি এলাকায় আবহাওয়া অত্যন্ত মনোরম হয়ে ওঠে। বিশেষত দক্ষিণ ভারতে এই সৌন্দর্য একেবারে আলাদা। তবে দেশটিতে এমন কিছু জায়গা আছে যেখানে শীতে টিকে থাকা অত্যন্ত কঠোর। চরম ঠান্ডা বাতাস এবং ক্রমহ্রাসমান তাপমাত্রার কারণে ভারতের বেশ কয়েকটি জায়গায় শীতে মানুষের টিকে থাকাই অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে। মূলত এই এলাকাগুলো হল উত্তর পূর্বের বরফে ঢাকা হিমালয় অঞ্চল।