![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F24%2Fuk_new.jpg%3Fitok%3DHlRqapDa)
করোনাভাইরাসের আরেকটি নতুন ধরন শনাক্ত, যুক্তরাজ্যে কড়াকড়ি
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের একাধিক স্থানে কঠোর কড়াকড়ি আরোপের ঘোষণা দেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
এক সংবাদ সম্মেলনে ম্যাট হ্যানকক বলেন, ‘দক্ষিণ আফ্রিকাবাসীর দারুণ জিনোমিক সক্ষমতার কারণে আমরা যুক্তরাজ্যে করোনাভাইরাসের আরেকটি নতুন ধরন শনাক্ত করেছি। দুজনের শরীরে নতুন ধরনটি পাওয়া গেছে।’