![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F209c8c7f-f941-4e86-8a26-b2d7b77b65e4%252F1bd.jpg%3Frect%3D0%252C30%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শ্রীপুরে শীতলক্ষ্যার পাড়ে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙুন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় ও সড়ক কেটে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে সড়ক আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর আদালত পরিচালনা করা হয়। জরিমানা করা ব্যক্তির নাম মো. ইব্রাহিম। তিনি বরমী এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।