![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/12/24/image-209005-1608772580.jpg)
ইথিওপিয়ায় আততায়ী হামলায় শতাধিক নিহত
ইথিওপিয়ায় আততায়ী অস্ত্রধারীদের হামলায় শতাধিক গ্রামবাসী নিহত হয়েছেন। বুধবার ভোরে দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।
বিবিসির প্রতিবেদনে বলা হয় , গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় আহত অন্তত ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের কেউ ছুরিকাহত, কেউ গুলিবিদ্ধ বলে একজন স্থানীয় নার্স বিবিসিকে জানিয়েছেন।