ধৃত ১ রোহিঙ্গার পুলিশ হেফাজত
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ধৃত পাঁচ রোহিঙ্গার মধ্যে এক জনকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিল রেল পুলিশ।
মঙ্গলবার এনজেপি স্টেশন থেকে পাঁচ জনকে ধরেছিল রেল পুলিশ। ধৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ দিন বুধবার সকলকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে এক জনকে দশ দিনের জন্য রেল পুলিশের হেফাজতে পাঠানো হয়। বাকিদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে হামিদ হুসেন নামে এক জনের কাছ থেকে সিম-সহ বিভিন্ন নথি মিলেছে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে যে, হামিদই বাকিদের সঙ্গে নিয়ে জম্মু রওনা হন। তিনি এজেন্ট হতে পারেন বলে মনে করা হচ্ছে। আরও এমন অনেক অনুপ্রবেশকারীর তথ্য এবং তাদের কী ভাবে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে, সেই তথ্যও জেরায় মিলতে পারে বলে মনে করছে রেল পুলিশ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আটক
- রোহিঙ্গা
- রেলওয়ে পুলিশ