'যারা টাকা, হাদিয়া নিয়ে ওয়াজ করেন, তারা কি ইসলামের বন্ধু?'
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৩০
জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, 'আমরা মানুষের দান ও যাকাতের টাকায় হেলিকপ্টার ভাড়া করে ওয়াজ করতে যাই না। মহানবী হযরত মোহাম্মদ (স.) কখনও হেলিকপ্টারে করে ইসলাম প্রচার করেননি। কখনও টাকার বিনিময়ে হাদিয়া নিয়ে তিনি ইসলাম প্রচার করতে যাননি। কখনও সুস্বাদু খাবার গ্রহণ করে দ্বীনে ইসলামের কথা মাইকে প্রচার করতে যাননি। যারা টাকা নিয়ে, হাদিয়া নিয়ে ওয়াজ করেন, তারা কি ইসলামের বন্ধু? নাকি যারা প্রকৃত ঈমানদার, নামাজি এবং পরহেজগার মানুষ তারা ইসলামের বন্ধু?'
বুধবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।