বড় রাস্তার পাশে সাইকেল চালানোর জন্য এক সময় লেন ছিল। অপরিকল্পিত নগরায়ণে মূল রাস্তা থেকে হারিয়ে যায় সেই লেন। সম্প্রতি রাজধানীর খামারবাড়ি থেকে আসাদগেট পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের উভয় পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে সাইকেল লেন করা হয়। তবে এই সড়কটি ট্রাফিকের দুই জোনের আওতায় পড়ায় সাইকেল লেনটি অভিভাবকহীন হয়ে পড়েছে। এর ফলে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে লেনের ওপর দিয়ে চলছে না দ্বিচক্রযান।
সরেজমিনে সাইকেলের লেনে দেখা যায় সরকারি গাড়ি থামানো, রাস্তায় বিকল হয়ে পড়া গাড়ি, ট্রাফিকের আটক করা গাড়ির পার্কিংসহ ফুটপাতের দোকান। এমনি কী মাঝলেন বরাবার ক্ষোদ ট্রাফিক পুলিশ বক্সও বসানো হয়েছে। যার ফলে লেন ধরে আর সাইকেল চলানো যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.