হাসপাতালের এক কোণে একটি শিশুকে আঁকড়ে ধরে বসেছিলেন মঞ্জু মাহাতো। বুধবার সন্ধ্যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ জুড়ে তখন আতঙ্ক, আর্তনাদ আর দিশেহারা পরিজনদের ছোটাছুটি। সেদিকেই বিহ্বল হয়ে তাকিয়েছিলেন বছর পঞ্চাশের মঞ্জু। যিনি তার কিছুক্ষণ আগে বেঁচে ফিরেছেন এ জে সি বসু রোড উড়ালপুলের উপর উল্টে-যাওয়া অভিশপ্ত ম্যাটাডরের তলা থেকে।
বর্ধমানের বাসিন্দা মঞ্জু কলকাতায় এসেছিলেন প্রয়াত আত্মীয় গুলাবি মাহালির ঘাটকাজে যোগ দিতে। বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উঠেছিলেন। বুধবার বাবুঘাটে দশদিনের ঘাটকাজ ছিল গুলাবির। পাড়া-পড়শি এবং পরিজনরা একটি মাঝারি মাপের ম্যাটাডরে বোঝাই হয়ে গিয়েছিলেন বাবুঘাটে। সেখান থেকে ফেরার পথেই বিপত্তি। মঞ্জু বলছিলেন, ‘‘ড্রাইভার ফেরার সময় শুরু থেকেই প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিল। বার বার বললেও কান দেয়নি। ওর নাকি পরে আরও একটা ট্রিপ ছিল।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.