বন্ধ জুট মিল ইজারা দেবে সরকার
বার্তা২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২০:৫০
বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) আওতায় বন্ধ থাকা জুট মিলগুলো ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুলাই ২৫টি চালু মিল বন্ধ ঘোষণা করে বিজেএমসি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে ৯ সদস্যের আন্তমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটি বেসরকারি ব্যবস্থাপনায় মিলগুলো পুনরায় চালুর প্রস্তাব নীতিমালার আলোকে পরীক্ষা ও বিবেচনার করবে।