You have reached your daily news limit

Please log in to continue


খড়কুটো’-য় মুখোমুখি প্রেমিকা আর নতুন বউ, কার পক্ষ নেবে সৌজন্য?

তবে কি ৩৬৫ দিন নয়, আজীবনের জন্য সংসারের বাঁধনে বাঁধা পড়ল সৌজন্য-গুনগুন? উপলক্ষ বউভাত। ফের মুখোমুখি প্রেমিকা তিন্নি, নতুন বউ গুনগুন। ফের শুরু তরজা। কার পক্ষ নেবে সৌজন্য? ‘খড়কুটো’ ফ্যান পেজ থেকে আগাম শেয়ার হওয়া ক্লিপিংস বলছে, এই প্রথম গুনগুনের হয়ে মুখ খুলছে সৌজন্য। সঙ্গীত, আইবুড়ো ভাতের পর আর মুখোমুখি হয়নি সৌজন্যের জীবনের দুই নারী। ফলে, গোলও বাধেনি। বিয়ের আসর থেকে বউভাতের সকাল পর্যন্ত একাই রাজপাট সামলিয়েছে গুনগুন। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে হুল্লোড়ে মেতেছে। অন্যের কথা শুনে দুষ্টুমি করতে গিয়ে বকুনিও খেয়েছে সৌজন্যের কাছে। সৌজন্যের যুক্তি, ‘‘আমার বউ। আমি তাকে বাজে কথা বলতেই পারি। বলবও। কিন্তু সবাই কেন তার বউকে খারাপ কথা বলবে! কেন সেই সুযোগ সবাইকে করে দেবে গুনগুন?’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন