ফুলমেলায় রাজীব বসলেন পার্থর পাশে, বেরিয়ে বললেন, কোনও দূরত্ব নেই
এক পাশে পার্থ চট্টোপাধ্যায়। অন্য পাশে সুজিত বসু। আর মাঝের আসনে রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা ভবন চত্বরে ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন ছবিই দেখা গেল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার গরহাজির থাকা রাজীব পরের দিনই বিধানসভায় এলেন। তবে কি দল সংক্রান্ত ‘জটিলতা’ কেটেছে? রাজীব জানিয়েছেন, স্পিকারের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি এসেছেন। আর পার্থের কথায়, ‘‘এটা নিয়ে অঙ্ক কষা ভুল।’’
শুধু মঙ্গলবার নয়, গত তিন মাস ধরেই রাজীব রাজ্য মন্ত্রিসভার কোনও বৈঠকে অংশ নেননি। তৃণমূল ছেড়ে তাঁর বিজেপি-তে যাওয়া নিয়েও জল্পনা জোরদার। তৃণমূল নেতৃত্বের একাংশও মেনে নিয়ে নিয়েছেন, রাজীব দলে থাকবেন না বলে ঠিক করে ফেলেছেন। কিন্তু দলের তরফে তাঁর সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখা হয়েছে। সে কারণেই গত সোমবার পার্থর নাকতলার বাড়িতে আলোচনায় বসেছিলেন রাজীব। কিন্তু সেখানে তাঁর ক্ষোভ প্রশমন করা যায়নি বলেই রাজীবের ঘনিষ্ঠ সূত্রের খবর। জানা গিয়েছিল, আলোচনা চালিয়ে গেলেও রাজীব সম্পর্কে ভিতরে ভিতরে কঠোর অবস্থানই নিচ্ছে তৃণমূল।