ফিলিপাইনে ‘লকডাউনের উপহার’ দুই লাখ অপরিকল্পিত শিশু
ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্সের পপুলেশন ইনস্টিটিউট ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনপিএফ) জানিয়েছে, আসন্ন নতুন বছরে দুই লাখ ১৪ হাজার অপরিকল্পিত নবজাতকের জন্ম হতে যাচ্ছে ফিলিপাইনে। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকায় রাজধানী ম্যানিলাসহ দেশটিতে জন্মনিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হয়েছে। নারীরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগও পেয়েছেন খুব কম। এই বাড়তি ও অপরিকল্পিত শিশুজন্মের পেছনে করোনাকালীন লকডাউনকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটিই একমাত্র কারণ নয় বলে জানিয়েছেন গবেষকরা।