বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া
আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ের নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে বলিউডে। বছর শেষে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন এ জুটি। কারণ, একের পর এক বিয়ের মৌসুম চলে গেলেও এখনও এক হচ্ছে না তাদের চার হাত।
টানা দুই বছর চুটিয়ে প্রেম করছেন আলিয়া-রণবীর। শোনা গিয়েছিল, ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু কথাটি ভুল প্রমাণিত করলেন আলিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিয়ের জন্য এখনো প্রস্তুত না আলিয়া।