কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্মমভাবে হত্যা করে ফেলা হয় লেকে, হাজারো বছরেও পচেনি নগ্ন মৃতদেহ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৫৩

কথায় আছে প্রকৃতিকে যতটা যত্ন করবেন তার থেকে দ্বিগুণ আপনি ফিরে পাবেন। ঠিক তেমনই এই বগ বডি। বগ বডি হচ্ছে মমি। প্রকৃতির বিচিত্র খেয়ালে তৈরি এই বগ বডির রহস্য মানুষকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে। মমির কথা শুনলেই মরুভূমির মধ্যে হাজার হাজার বছর ধরে পিরামিডে বন্দি থাকা ফারাওদের মনে পড়ে।

তবে সেসব তো বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে মৃতদেহ সংরক্ষণ করা হত। সেখানে বগ বডি প্রাকৃতিকভাবেই তৈরি হয়। সবশেষ পাওয়া বগ বডিটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের হাতে নিহত রুশ সৈন্যের দেখে মনে হবে রূপালী - ধূসর শরীরের এই মানুষটির শরীরকে যেন খোদাই করা হয়েছে গ্রাফাইট দিয়ে। মনে হবে যেন এইমাত্র মৃত্যু হয়েছে তার । অথচ প্রত্নতত্ত্ববিদরা বলছেন , তার বয়স কমপক্ষে আড়াই হাজার বছর !

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে