হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চরম হঠকারী : ছাত্রদল
আবাসিক হলগুলো বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে চরম হঠকারী, অবিবেচনাপ্রসূত ও এক পাক্ষিক সিদ্ধান্ত বলে অ্যাখ্যায়িত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর দেয়া স্মারকলিপিতে এ কথা উল্লেখ করেছে তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সেশনজট ও ৪৩তম বিসিএস পরীক্ষার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর থেকে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর মতামত ও অনুরোধকে উপেক্ষা করে, পরীক্ষার্থীদের আবাসনের কোনো ব্যবস্থা না করে, আবাসিক হলগুলো বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্তকে চরম হঠকারী, অবিবেচনাপ্রসূত এবং একপাক্ষিক সিদ্ধান্ত বলে মনে করে ছাত্রদল।’