![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fshilpii-20201223145907.jpg)
নায়িকা শিল্পী ও তার পরিবারের ৩৫ সদস্য করোনা থেকে মুক্ত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে এই ভাইরাসের শিকার হয়েছেন তার পরিবারের প্রায় ৩৫ জন সদস্য। গেল ২০ ডিসেম্বর এমনই তথ্য জানিয়েছিলেন ‘প্রিয়জন’ সিনেমার এ নায়িকা।
তিনি বলেন, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই তাদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।