![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffrance-20201223125652.jpg)
ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে ৩ পুলিশের মৃত্যু, আহত ১৪
ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর এএফপির। কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। সে সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গুলিবিদ্ধ
- আহত
- পুলিশের মৃত্যু