কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন। ৩ একর ৪৩ শতক জায়গা নিয়ে ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত মিলনায়তনটি পরবর্তী সময়ে কুমিল্লা টাউন হল হিসেবে গড়ে ওঠে। এর সামনে বিশাল মাঠে প্রায় বছরজুড়েই সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হয়ে থাকে। সম্প্রতি জেলা প্রশাসন এই ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে কুমিল্লার সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানান।
গত ৮ সেপ্টেম্বর দেশের শিল্প, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ৫০ জন বরেণ্য বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে ভবনটি না ভাঙার দাবি জানিয়েছেন। এরপর কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটও তাদের সমর্থনে বিবৃতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ কুমিল্লা টাউন হল ভাঙা হবে না বলে আশ্বাস দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.