কানাডায় পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার
পাকিস্তানি মানবাধিকার কর্মী যিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তাঁকে আজ টরন্টোয় মৃত অবস্থায় পাওয়া যায়। ৩৭ বছর বয়সী করিমা বালুচ, যিনি গত পাঁচ বছর ধরে নির্বাসনে কানাডায় বাস করছিলেন তিনি সংঘাতপূর্ণ বালুচিস্তান অঞ্চলের মানবাধিকারের পক্ষে অভিযান চালিয়ে আসছিলেন। মিজ বালুচ ২০১৫ সালে পাকিস্তান ছেড়ে আসেন এবং যেমনটি বিবিসি জানিয়েছে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।
বালুচিস্তানে বহুদিন ধরে বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে। বিবিসি আর ও জানিয়েছে যে কানাডায় আসবার আগে তিনি ছিলেন বর্তমানে নিষিদ্ধ বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশানের প্রথম নারী নেত্রী। টরন্টো পুলিশ বলছে তিনি রোববার থেকে নিখোঁজ ছিলেন।