ফের কমছে তাপমাত্রা, বাড়বে শৈত্যপ্রবাহ

বাংলা ট্রিবিউন আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

দেশে বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করার পর গত দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারও নতুন করে কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শুক্র বা শনিবার থেকে আবারও সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, গত দুইদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার আজ কমে গেছে। আগামী দুদিনে আরও কমতে পারে। একইসঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আগামী সপ্তাহে আবারও দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশংকা করছি।

আবহাওয়া অধিদফতর জানায়, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া ও রাজারহাট অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও