লিগ শিরোপার বিনিময়ে পিচিচি ছেড়ে দিতেও রাজি মেসি

প্রথম আলো এফসি বার্সেলোনা প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ২১:২৮

লা লিগার গত মৌসুমে শিরোপা গেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে। রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব দেখতে হয়েছে লিওনেল মেসিকে। অথচ গত মৌসুমে লা লিগায় তাঁর থেকে বেশি গোল আর কেউ করেননি।

এমন সাফল্যে আনন্দের চেয়ে কষ্ট হয় বেশি। দল কিছু জিততে না পারলে ব্যক্তিগত সাফল্য অনেকের কাছেই কণ্টকাকীর্ণ সিংহাসন! মেসি এমন খেলোয়াড়দেরই একজন, যাঁর কাছে দল সবকিছুর উর্দ্ধে।

আর তাই লিগ শিরোপা না জিতে ‘পিচিচি’ (লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার) জয়ে কোনো আগ্রহ নেই বার্সেলোনার আর্জেন্টাইন তারকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও